প্রতিনিধি : অযোধ্যাপুর মঞ্জুশ্রী হলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দেশপ্রাণ আঞ্চলিক শাখার ১০তম ত্রিবার্ষিক সম্মেলন তরুণ মজুমদার পল্লী ও বিদ্যুৎ গুচ্ছাইত ও যাদব চন্দ্র ভূঁইয়া মঞ্চে অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের উদ্বোধন করেন মহকুমা সম্পাদক দীপক প্রধান। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপিত করেন সম্পাদক প্রণয় আচার্য্য।
এই সম্মেলনে ১৫ টি বিদ্যালয় থেকে ১০৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। ১৫ টি বিদ্যালয় থেকে উপস্থিত প্রতিনিধিরা বর্তমান শিক্ষক ব্যবস্থার অসহনীয় পরিস্থিতি, নিয়োগে দুর্নীতি সর্বোপরি পশ্চিমবঙ্গ শিক্ষার এই কঠিন পরিস্থিতির জন্য রাজ্য সরকার দায়ী এই কথাগুলি উঠে আসে।
এছাড়া উপস্থিত ছিলেন বসন্তিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীমন্ত মিশ্র , সোফিয়াবাদ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুবল কুমার মাইতি। সমাপ্তি ভাষণ দেন কিশোরনগর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত কুমার রায়। সভাপতিত্ব করেন সুব্রত দে, সোমনাথ করন, অতসী নন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভাশিস মাইতি ও কৌশিক কুমার রায়।
Comments