top of page

চতুর্থ বর্ষের আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসব

প্রতিনিধি : ওল্ড দিঘার বিশ্ববাংলা টু মঞ্চে আয়োজিত হলো চতুর্থ বর্ষের আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসব ২০২৪, আয়োজনে নবধারা ,সহযোগিতায় পূর্বাঞ্চল সাংস্কৃতি কেন্দ্র,সাংস্কৃতিক মন্ত্রণালয়, ভারত সরকার।



সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সংগীত, নৃত্য, কবিতা পাঠে সৈকত উৎসব অনুষ্ঠিত হয়। বিকেলে সমীর পন্ডার তত্ত্বাবধানে  "মন্ত্রা"  এক সমকালীন নৃত্য পরিবেশন হয়। বনানী চক্রবর্তীর  গৌড়ীয় নৃত্য , রাজনীতা মেহেরার ওড়িশি নৃত্য, পরম্পরার ভরতনাট্যম্, বিম্বাবতী দেবীর মনিপুরী নৃত্য উপস্থিত দর্শকদের মন জয় করে।




অর্পিতা রায়ের কথাকলি নৃত্য, রিনা জানার ওড়িশি নৃত্য,ওড়িশা থেকে আগত গুটিপুয়া নৃত্যের ছন্দে মুগ্ধ হয় দর্শক। বাংলার ছৌ নৃত্য, মনিপুরের থাংতা নৃত্য আনুষ্ঠানকে এক অন্য মাত্রা যোগ করে। আন্তর্জাতিক নৃত্য শিল্পীর মধ্যে শ্রীলঙ্কা থেকে আগত শিল্পী মহেশ ইন্ডিকা কেন্ডিয়ান নৃত্য পরিবেশন করেন।



বাংলাদেশের মেহেবুব ট্রুপ সমকালীন নৃত্য পরিবেশন করেন। নবধারার তরফ থেকে  বাংলার লোক ঢালি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সঞ্চালিকা ইন্দিরা বন্দোপাধ্যায়ের সঞ্চালনা ও তার সঙ্গীতের মূর্ছনা দর্শকদের মন জয় করে।



Comments


bottom of page