top of page

বটতলা আনন্দময়ীর ৭৫ বছর

প্রতিনিধি : রামনগর ২ ব্লকের বটতলা আনন্দময়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গরিমাময় ৭৫ তম বর্ষ উদযাপনের মাঙ্গলিক সূচনা হলো রবিবার । ১৯৪৮ সালের ১৬ই জানুয়ারি এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল । সেইমতো আজ ৭৫ বছরে পা দিলো এই বিদ্যালয় । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন উৎসবের সূচনা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ।


অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কাদুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিয় মাইতি ও মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র । সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমালীচট্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ জানা । স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস । এদিন মন্ত্রী ভাষণে বলেন প্রধান শিক্ষক সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার পাশাপাশি নানা সেবামূলক কাজ কর্ম করে থাকেন । মন্ত্রী আরো বলেন যে এই বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত । বিদ্যালয় প্রাঙ্গণে একটি অডিটোরিয়ামের শিলান্যাস করেন মন্ত্রী অখিল গিরি ।

এই অডিটোরিয়াম নির্মাণে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় হবে । বিদ্যালয়ের ৩ প্রাক্তন ছাত্র সৌবিরঞ্জন মাইতি , অনন্ত মোহন দিন্ডা ও ডঃ শরদিন্দু চৌধুরী ছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি । অনুষ্ঠান পরিচালনা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক হৃষিকেশ দাস ।



Comments


bottom of page