top of page

সাইথিঁয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের অভিনব উদ্যোগ

প্রতিনিধি : বিশ্ব প্লাস্টিক মুক্তি করণ দিবসকে সামনে রেখে "যুগান্তর স্বেচ্ছাসেবক" স্বেচ্ছাসেবকের উদ্যোগে সাঁইথিয়া রাস্তার মোড়ে মোড়ে গানের মাধ্যমে ও অডিও ভিজুয়াল প্রজেক্টরের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হল সঙ্গে প্লাস্টিক বর্জন শপথ নেওয়া হল যুগান্তর স্বেচ্ছাসেবক তরফ থেকে ভাস্কর মন্ডল ও সৌতিক মুখার্জী জানায় প্লাস্টিক মুক্তিকরণ দিবসকে সামনে রেখে আমাদের গানের মাধ্যমে মানুষকে সর্তকতা করা হলো। প্রতি সপ্তাহে সপ্তাহে সাঁইথিয়া বিভিন্ন দোকানে প্লাস্টিক বর্জনের জন্য আমরা অভিযান চালাব।

সাঁইথিয়া থেকে আমরা প্লাস্টিক মুক্ত করা চিরতরে প্রয়াস চালাবো মানুষ এখানকার প্লাস্টিক বন্ধ করার বিরুদ্ধে যথেষ্ট সচেতন আমাদের ছোট্ট প্রচেষ্টায় তাদেরকে উদ্বুদ্ধ করবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে। মানুষকে আরো সচেতন হতে হবে । প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে কাগজের প্যাকেট বা ৫০ মাইক্রো পুরু প্লাস্টিক ব্যবহার করতে হবে নইলে আগামী দিন আরও ভয়াবহ হতে চলেছে। সাঁইথিয়া পৌরসভা যথাযোগ্য পদক্ষেপ নিচ্ছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে‌। সবাই হাতে হাত রেখে এগিয়ে তবে আমরা সাইকেলের প্লাস্টিক মুক্ত করতে পারব । যুগান্তর স্বেচ্ছাসেবকের ৪ শিল্পী উত্তরণ ,চন্দনা ,সাহেব, রাহুল তাদের গানের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং প্লাস্টিকের বন্ধ অনুরোধ মানুষের কাছে তুলে ধরে । সাঁইথিয়া চারতলা মোড়, পালি মোর, ইউনিয়নবোর্ড সন্ধানী মোর ও রক্ষা কালী তলায় আমরা গানের মাধ্যমে অডিও ভিসুয়াল প্রজেক্টরের মাধ্যমে মানুষের সামনে প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব তুলে ধরা হয় |


35 views

Comments


bottom of page