প্রতিনিধি : নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলাস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৭ সেপ্টেম্বর কাঁথি শহরে রাখালচন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও সমিতির প্রবীণ নেতৃত্ব পূর্ণচন্দ্র গিরি। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন এ.বি.টি.এ. পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি অসীম কুমার মাইতি এবং প্রধান অতিথি ছিলেন জেলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী নটেন্দ্রনাথ দাস।
জোন ও মহকুমা স্তর পেরিয়ে মহকুমার প্রথম স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এ.বি.টি.এ. পূর্ব মেদিনীপুর জেলা শাখা সম্পাদক রাণা ভট্টাচার্য জানান দেশের বহুত্ববাদী সংস্কৃতির ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতেই সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করে। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা বিকশিত হোক, এই ভাবনা নিয়েই ১৯৯৩ সাল থেকে সারা রাজ্য জুড়ে এ.বি.টি.এ. এই প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা স্তরের প্রতিযোগিতায় ৩২ টি বিভাগে মোট ১১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ছাত্র শিক্ষক অভিভাবক মিলিয়ে প্রায় সাড়ে তিনশো জনের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। সমিতির প্রয়াত নেতৃত্ব পুলক বেরার স্মরণে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে যে মেধা পরীক্ষা হয়েছিল তার জেলা পর্যায়ের পুরস্কারও প্রদান করা হয় এদিন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল লক্ষণীয়।
পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব বিধানচন্দ্র ধাড়া,প্রাক্তন জেলা নেতৃত্ব অশোক দাস,জয়ন্ত কুমার রায়,জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক প্রধান, অসীম প্রধান, দেবাশীষ ধর, সুশান্ত কুমার ঘোষ, কেন্দ্রীয় পরিষদ সদস্য পার্থপ্রতিম মন্ডল, অতসী নন্দ, শঙ্কর ভূঞ্যা, সৌমিত্র সাহু, বিধান রাউত প্রমুখ শিক্ষক নেতৃত্ব। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় জেলার সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে।
コメント