top of page

দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা

চিন্ময় গিরি , প্রতিনিধি : আজ সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ কাঁথি-নন্দকুমার জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। মারিশদা থানার অন্তর্গত ধাউড়িয়াবাড় গ্রামের পীযূষ কান্তি পাত্র বাইক নিয়ে কাঁথি থেকে বাড়ি ফেরার সময় দুরমুঠ তেল পাম্পের কাছে ঘটে এই দুর্ঘটনা। কাঁথির দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে পীযূষ কান্তি পাত্র কে ।


পিকআপভ্যান টি বাইক সহ বাইক আরোহী কে কিছুটা টেনে নিয়ে যায় এবং দাঁড়িয়ে যায় এবং গাড়ি ব্যাক করে পুনরায় চম্পট দেয় মারিশদার দিকে । তৎক্ষণাৎ পেছন থেকে আসা বেহালা ঠাকুরপুকুর থেকে দীঘায় ভ্রমণ করতে আসা পর্যটক এর মারুতি গাড়ি পেছন থেকে পুনরায় বাইকটিকে ধাক্কা মারে । ঘটনাস্থলে গিয়ে জানা যায় মারুতি গাড়ির মধ্যে ৫ জন ছিলেন। এই ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন সেই সঙ্গে পর্যটকরা ও আহত হয়েছেন।

এই ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক আরোহী কে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান ‌। ঘটনাস্থলে মারিশদা থানার এস আই তাপস কুমার দাস রোগীকে হাসপাতালে নিয়ে যান এবং বর্তমান রোগী সুস্থ আছে বলে জানা যায়। খাজাবাবা ক্রেন সার্ভিসের সহযোগিতায় মারিশদা থানার এসআই অমিত কুমার দাস এর নির্দেশে মারুতি সহ বাইক টি কে থানায় নিয়ে যায়।

সেইসঙ্গে চম্পটকারী পিকআপ ভ্যানের সম্পর্কে বিবরণ নিয়ে তদন্ত করছেন পিকআপ ভ্যানটি কে ধরার জন্য। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। মারিশদা থানার পুলিশ এর সহযোগিতায় সেই যানজট কাটিয়ে ,গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।


Comments


bottom of page