top of page

স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের "Against Sexual Harassment" অনলাইন লেকচার

প্রতিনিধি : স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের "Against Sexual Harassment"  শিরোনামক একটি বিশেষ অনলাইন লেকচারের আয়োজন করে ইংরেজি বিভাগ এবং ইন্টার্নাল কম্পলেন্টস কমিটি, আই কিউ এ সি-র সহযোগিতায়। অনুষ্ঠানের মূল বক্তা ডঃ ভাস্বতী চক্রবর্তীর (এডভাইজার, দ্য টেলিগ্রাফ, কলকাতা) বক্তব্যে তাঁর দীর্ঘদিনের জেন্ডার রাইটস বিষয়ে গবেষণামূলক কাজের ছাপ খুবই স্পষ্ট৷


নারী নির্যাতন সংক্রান্ত কিছু আইনকে আশ্রয় করে আলোচনা শুরু করে নারী-পুরুষ নির্বিশেষে যৌন হেনস্থা ও তার প্রতিরোধ এবং প্রতিকারের বিভিন্ন খুঁটিনাটির ওপর আলোকপাত করেন ডঃ চক্রবর্তী। অত্যন্ত মনোজ্ঞ এই আলোচনার পর শ্রোতাদের প্রতিক্রিয়া এবং প্রশ্নে পরিস্ফুট ছিল উপস্থাপনাটি শ্রোতাদের কতটা স্পর্শ করেছে।

অনুষ্ঠানের শুরুতে এবং শেষে অধ্যক্ষ ডঃ রতনকুমার সামন্ত তাঁর ভাষণে তুলে ধরেন ভারতবর্ষে যৌন হেনস্থা সম্পর্কিত নানা তথ্য, এবং এই সমস্যাটির কিছু প্রতিরোধের উপায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুষ্ঠানটির মূল আয়োজক ডক্টর দূর্বা বসু (বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ)। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন IQAC কো-অর্ডিনেটর ডঃ প্রসাদ রঞ্জন চক্রবর্তী।

যুগ্ম আয়োজক ছিলেন অধ্যাপিকা অর্পিতা মজুমদার (ভূগোল), অধ্যাপিকা হিয়া চ্যাটার্জি (ইংরেজি), ডঃ প্রসাদরঞ্জন চক্রবর্তী (সংস্কৃত)। এই ওয়েবিনারে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন । ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় গুগল মিটে, এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হয়।



コメント


bottom of page