top of page

সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সম্মেলন

প্রতিনিধি : সারা ভারতের ক্ষেত মজুর ইউনিয়নের রামনগর -২ ব্লকের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রামনগর কাদুয়া অঞ্চলের মাইতিহাট গ্রামে এবং এগরা- ১ ব্লকের সম্মেলন কুদি অঞ্চলের কুদি বাজারে অনুষ্ঠিত হয়।

দুটিতেই বর্ণাঢ্য মিছিলের পর পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। রামনগর-২ ব্লকে উদ্বোধন করেন জেলা সম্পাদক হিমাংশু দাস ও সমাপ্তি ভাষন রাখেন জেলা সভাপতি আশীষ প্রামাণিক।

এগরা-২ ব্লকের সম্মেলনের উদ্বোধন করেন জেলা সভাপতি আশীষ প্রমাণিক। সমাপ্তি ভাষন রাখেন করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সহ রাজ্য কমিটির সদস্য চিত্ত দাস। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক হিমাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তাপস মিশ্র ,তাপস চৌধুরী, হিমাদ্রি মাইতি,প্রদীপ দাস, সমীর সামন্ত সহ দুইটি ব্লক এলাকার গণসংগঠনগুলির ব্লক ও জেলা স্তরীয় নেতৃত্বগন।

সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিহীন কাজ,অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারী ,চুরি, ধর্ষণ , জনস্বার্থ বিরোধী কাজ, দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, মহিলাদের মর্যাদাহানি,ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃত্বগন। সম্মেলন থেকে রামনগর -২ ব্লকের সভাপতি প্রশান্ত পানিগ্রাহী, এগরা-১ ব্লকের সভাপতি চারু মান্ডি ও সম্পাদক তপন দীক্ষিত নির্বাচিত হন।



Comments


bottom of page