top of page

সারা ভারত খেতমজুর ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কম্বল বিতরণ কর্মসূচি

প্রতিনিধি : সম্প্রতি অতিবর্ষণে ও জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটির বেশি ব্লকে ব্যাপক পরিমাণে সব কিছুর ক্ষতি হয়। ভাঙ্গা ঘরে এই প্রচন্ড শীতে কোনক্রমে মানুষ বেঁচে আছে। বাম গণসংগঠন গুলির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষের কাছে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে।


আজ সাধারণ মানুষের জন্যে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১/২ , পটাশপুর ১/২ ব্লকের জন্য ৮০০ এবং বাকি ব্লকগুলির জন্য ২০০ টি মোট ১০০০ টি কম্বল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলি হয় ।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির নেতা ও রাজ্যে কমিটির সভাপতি তুষার ঘোষ, গণ আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সহ-সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিমাংশু দাস, পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেশ মন্ডল , রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও রাজ্য কমিটির কোষাধ্যক্ষ দীপক দাস , হাওড়া জেলা কমিটির

সম্পাদক ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক দলুই , রাজ্য কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি আশিষ প্রামানিক, রাজ্য কমিটির সদস্য প্রতিমা মন্ডল, চিত্ত দাস, মেঘনাথ দোলুই ছাড়া গণ আন্দোলনের নেতা ভারত মাইতি, বিষ্ণুহরি মান্না, শুকদেব জানা,অমলেন্দু দাস , সুশীল দে, ভরত প্রধান, রাখাল রাজ জানা, উত্তম পাত্র সহ অন্যান্য নেতৃত্বগন।



Comments


bottom of page