প্রতিনিধি : পশ্চিমবঙ্গের মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় " আমরা দাদার অনুগামী" -এর পক্ষ থেকে দীঘার এক দরিদ্র ক্ষুদে ফুটবল খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত রকম সাহায্য করা হয় । দীঘার ঐকতান ফুটবল অ্যাকাডেমীর এই ফুটবল খেলোয়াড় সুর্যেন্দু শীট কয়েকদিন আগে খেলতে গিয়ে কাঁধে গুরুতর আঘাত পায় ।
এদিন "আমরা দাদার অনুগামী" এর পক্ষ থেকে কিছুজন তার কাছে পৌঁছে তার হাতে সমস্ত ওষুধ, মাস্ক , স্যানিটাইজার সহ বিভিন্ন জিনিস তুলে দেয় । ভবিষ্যতে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি এবং যেকোনো অসুবিধায় পাশে থাকার প্রতিশ্রুতি দেয় "আমরা দাদার অনুগামী"রা । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কাঁথির অনির্বাণ আচার্য ।
দরিদ্র পরিবারের সুর্যেন্দুর স্বপ্ন বড়ো ফুটবলার হওয়া, কিন্তু বাধা দারিদ্রতা । তাই "আমরা দাদার অনুগামী" -রা তার পাশে এসে দাঁড়িয়েছে । কর্মসূচিটি সফল করার জন্য "আমরা দাদার অনুগামী" দের পক্ষ থেকে শুভেন্দুবাবুর ভাইপো দেবদীপ অধিকারীকে তারা কৃতজ্ঞতা জানিয়েছে ।
Comments