top of page

উচ্চমাধ্যমিকে স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির

প্রতিনিধি : উচ্চমাধ্যমিকে স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদেরকে সম্বর্ধিত করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ।উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো ফল করায় আনন্দিত গুরুকুল। ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমনই অভিভাবক- অভিভাবিকারাও খুশির জোয়ারে ভাসছেন ।শুক্রবার ফলাফল প্রকাশের পর নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতৃত্বে কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সম্বর্ধিত করেন । ছাত্র-ছাত্রীদের আরও উন্নতি,আরও শ্রীবৃদ্ধি প্রত্যাশা করেন। রাজ্যে চতুর্থ ,জেলায় দ্বিতীয় কাঁথির মডেল ইনস্টিটিউশন এর ছাত্র দেবাঞ্জন জানাকে (৪৯৬) সম্বর্ধিত করেন শিক্ষক নেতৃত্ব। মেচেদা বাইপাসের কাছে বিদ্যাসাগর পল্লীতে দেবাঞ্জন এর বাড়িতে গিয়ে তার হাতে পুষ্পস্তবক, পুস্তক ও কলম তুলে দেন।

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সম্পাদক দীপক প্রধান, সহ-সম্পাদক সুশান্ত ঘোষ, নেতৃত্ব বিশ্ব লক্ষণ সোরেন প্রমূখ। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন কাঁথির 4 জন ছাত্রছাত্রী। হিন্দু বালিকা বিদ্যালয়ের সুচরিতা চরণ , কাঁথি মডেল স্কুলের উদয় শংকর রথ , কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সায়ন মাইতি এবং কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন এর মেধাবী ছাত্র শাশ্বত জানা । এরা সকলেই ৪৯৫ নম্বর পেয়েছে।


Comentarios


bottom of page