করোনা পরিস্থিতিতে গোটা দেশে চলছে লকডাউন।গতকাল মান্দারমণি এলাকার মৎস্যজীবী পরিবারের ৫০ জন শিশুকে মাস্ক-স্যানিটাইজার- সাবান সহ বেশ কিছু খাদ্যসামগ্রী তুলে দিল কাঁথি শহরের একটি বাংলা ব্যান্ড "দি অয়ন অ্যান্ড ফ্রেন্ডস" । মান্দারমণি শিশু শিক্ষা নিকেতনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মান্দারমনি কোষ্টাল থানার অফিসার ইনচার্জ শুভজিৎ সরকার , সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ কয়াল এবং মৎস্যজীবী নেতা লক্ষীনারায়ণ জানা। করোনা সম্পর্কে কিছু সচেতনতামূলক কথা বলেন শুভজিৎ বাবু।উপস্থিত সব শিশুদের মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যাবহার শেখানো হয় । সেইসঙ্গে উপস্থিত সকল মৎস্যজীবী মানুষ এবং ছোট ছোট ছেলে-মেয়ে সহ আরো প্রায় ৫০ জনকে মাস্ক-স্যানিটাইজার-সাবান-চকোলেট দেওয়া হয়। " দি অয়ন অ্যান্ড ফ্রেন্ডস " এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অয়ন জানা , চিন্ময় গিরি , দেবকুমার জানা, শুভ্রকমল দাসশর্মা , সুমন সেনাপতি, মৃনাল কান্তি দাস এবং সৌগত দাস। সংস্থার পক্ষ থেকে অয়ন জানায় কিছুদিন আগে তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু টাকা দান করেছে এবং তারা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে । কাঁথির কিছু মানুষ এই কর্মসূচিতে " দি অয়ন অ্যান্ড ফ্রেন্ডস" -কে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন বলে তারা জানায়। করোনার পরিস্থিতিতে, মান্দারমণি এলাকার মৎস্যজীবী মানুষজন ,যাদের মাস্ক-স্যানিটাইজার কেনার সামর্থ্য নেই তারা সঙ্গীত শিল্পীদের এই প্রয়াসে খুব খুশি।
top of page
bottom of page
Comments