প্রতিনিধি : দ্বিতীয়ার দিন বিকালে গরু খুঁটান উৎসব হয়। সকাল থেকেই চলে তার প্রস্তুতি। দুপুরে সব নেগ সম্পন্ন হয়। গরু-কাড়ার শিং-এ তেল দিয়ে চকচকে করা হয়। মাথা থাকে ধানের 'মোড়'। গলায় থাকে মালা ও ঘাঘর-ঘন্টি।
গায়ে চালের গুঁড়ি ও আলতা দিয়ে বিভিন্ন ছাপ ফুটিয়ে তোলা হয়। এদিন গরুকে দারুণ ভাবে সাজানো হয়। দুপুর থেকেই ঢোল-ধমসার গুম গুম আওয়াজ ও মাদলের ধিতাং ধিতাং বোল আচ্ছন্ন করে রাখে গ্রামের পরিবেশকে।
বিকালে নিরাপদ খুঁটিতে শক্ত করে বাঁধা গরু-কাড়ার কাছে ঢোল-ধমসা-মাদল নিয়ে হাজির হয় গ্রামবাসীরা। এদিনও বেশীরভাগ মানুষজন হাঁড়িয়া, সিদ্ধি, ভাং-এর নেশায় চুর হয়ে থাকে। অহিরার গান ও ঢোল-ধমসার গুরুগম্ভীর আওয়াজে এরা গরু-কাড়াকে উত্যক্ত করে। শুকনো চামড়ার গন্ধ শুঁকিয়েও গরুকে উত্যক্ত করা হয়।
খুঁটির চারিদিকে ঘুরে ঘুরে গান-বাজনা সহযোগে গরুকে খেলানোর চেষ্টা করা হয়। উত্তেজিত গরু-কাড়া ছটফট করতে থাকে। খুঁটির চারপাশে চরকির মতো ঘুরপাক খায়। কখনও শিং দিয়ে গুঁতানোর চেষ্টা করে, লাথিও মারে। ঢোল-ধমসার বাজনার সঙ্গে অহিরা গীতের সুর লহরী এক অনন্য পরিবেশের সৃষ্টি করে ।
Comments