প্রতিনিধি : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর শংকরপুর শাখায় বাংলা ভাষায় পরিষেবা পাওয়ার দাবিতে ডেপুটেশন দিল বাংলা পক্ষ। দীর্ঘদিন ধরে ভাষাগত সমস্যার কারণে স্থানীয় গ্রাহকদের সাথে ব্যাংক কর্মীদের অসন্তোষ চলছিল।
এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দা বাংলা ছাড়া ভিন্ন ভাষায় স্বচ্ছন্দ নয়। ব্যাংকে উপস্থিত গ্রাহকদের সাথে কথা বললে, তারা তাদের ভাষাগত সমস্যাগুলি ব্যাকুলভাবে তুলে ধরে। বাংলা পক্ষের সদস্যদের সাথে দীর্ঘ আলোচনার পর ব্রাঞ্চ ম্যানেজার রাকেশ কুমার দাবীপত্রের সকল দাবীতে মান্যতা দেয়।
তিনি আগামী দিনে ব্যাংকে টাকা জমা দেওয়া, টাকা তোলা সহ গ্রাহক পরিষেবা যুক্ত সমস্ত নথিতে বাংলা আনার প্রচেষ্টা চালাবেন বলেছেন। নিজে কয়েক মাসের মধ্যে বাংলা শিখে বাংলা ভাষায় সকলকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ভারতীয় সংবিধানের মান্যতা দিয়ে আগামী দিনে বাঙালিরা যেন পশ্চিমবাংলায় তাদের মাতৃভাষায় পরিষেবা পায়, সে বিষয়ে তিনি যথেষ্ট অবগত থাকবেন জানিয়েছেন। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের জেলা নেতৃত্ব সুতনু পন্ডিত, বিশ্বজিৎ শাসমল, বিদ্যুৎ বরণ বারিক, অভিনন্দন জানা ও অন্যান্য সহযোদ্ধাগণ।
Comments