প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভক্ষনে ৭ নং ওর্য়াডের কাউন্সিলার অতনু গিরির নেতৃত্বে এবং ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি , ৭ নং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি , ৭ নং ওয়ার্ড তৃণমূল সংখ্যালঘু সেল এবং ৭ নং ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে ওয়ার্ডব্যাপী প্রভাতফেরী এবং "ওয়ার্ড সাফাই " কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হলো ।
ওয়ার্ডের কচিকাচা সদস্য সদস্যারা সুন্দর নৃত্য প্রদর্শনের মাধ্যমে প্রভাতফেরি অনুষ্ঠান করে এছাড়াও অনুষ্ঠানে কাউন্সিলর এবং ৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুমিতা গিরি সেরপুর তেলেঙ্গাবাড় গ্রামের শীতলা মন্দির এর কাছে জলট্যাপ প্রকল্পের শুভ উদ্বোধন করেন । এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিজেদের এবং তাঁদের প্রত্যেকের প্রতিবেশীদের এলাকা পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয় এবং প্লাস্টিক বর্জন করার ও অনুরোধ করা হয় ।
অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন লাল্টু দাস,বিশ্বজিৎ গিরি,অমল ভৌমিক, অনুপ তিওয়ারি, আশিস দত্ত,হোসেন আলী খান, সেক আহম্মেদ, সেক সেলিম,আকবর হোসেন মল্লিক,প্রদীপ প্রধান,কালিপদ চন্দ,অনুপ গিরি, সঞ্জয় মন্ডল, শুভাশিস ভূঁইয়া, শুভম গিরি, দিব্যেন্দু গিরি, সন্তু গিরি, শঙ্কর মন্ডল, সন্দীপ গিরি, পার্বতী দত্ত, শিউলি দত্ত, সোমা জানা প্রমুখ । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুতনু গিরি । অনুষ্ঠান শেষে কাউন্সিলর অতনু গিরি সবাইকে ধন্যবাদ জানান ।
Comments