প্রতিনিধি : অভিনবভাবে ভ্রাতৃদ্বিতীয়া পালন করলো রাজদূত ব্যায়ামাগার। কাঁথির ১৭নং ওয়ার্ডের ক্যানেলপাড়ে ৫৬ বছর ধরে শ্যামা পূজার আয়োজক রাজদূত ব্যায়ামাগার। বৃহস্পতিবার এই সার্বজনীন শ্যামা পূজার আয়োজকেরা কাজলা জনকল্যান সমিতির তপোবন শিশু আবাসনের অসহায় শিশুদের সাথে ভ্রাতৃদ্বিতীয়া পালন করলো।
একই সাথে কাঁথির বোবা-কালা বিদ্যালয়ের পড়ুয়াদের সাথেও ভ্রাতৃদ্বিতীয়ার আনন্দ ভাগ করে নেয় রাজদূত ব্যায়ামাগারের সদস্য-সদস্যারা। উপস্থিত ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন জানা, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানিয়া জানা, শিক্ষক নেতা সুরজিৎ নায়ক, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ মাইতি, সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সাধারন সম্পাদক রামকৃষ্ণ পন্ডা , সাংবাদিক অনিন্দ্য জানা।
রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন অনাথ ও প্রতিবন্ধী শিশু মিলিয়ে প্রায় ৫০ জনকে এদিন ভাইফোঁটা দেওয়া হয়েছে । এই শিশুদের ফোঁটা দিয়ে মিস্টি মুখ করা হয় । পরে নতুন জামা প্যান্ট দিয়ে দুপুরে মাংস ভাত খাইয়ে ছাড়া হয়েছে । অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সভাপতি ডাঃ শ্রীমন্ত বানিয়া,সাধন দাস,ছট্টু বেরা প্রমুখ সদস্য । সঞ্চালনা করেন সুস্মিত মিশ্র ।
Comments