top of page

কাঁথি ৩ ব্লকের খড়িপুকুরিয়ায় বিজয়ার শুভেচ্ছা

প্রতিনিধি : বিজয়া দশমীর শুভেচ্ছা কে পাথেয় করে আলোর রোশনাই শুভ দীপাবলির প্রাক্কালে মহামারীর কবলে আষ্টেপৃষ্টে ঘরবন্দী মানুষদের একত্রে এনে বিজয়ার শুভেচ্ছা আদান প্রদান করে কুমিরদা অঞ্চল তৃনমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে দলের কর্মী তথা নেতৃবৃন্দ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিজয়ার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস কাঁথি -৩ ব্লকের রাজনীতির অলি গলিতে নুতন ধারার সূচনা করবে বলা যায় ।


জেলা পরিষদ সদস্য চন্দ্রশেখর মন্ডল বলেন, নেতাই থেকে নন্দীগ্রামের আন্দোলনকে পাথেয় করে দীর্ঘ বাম শাসনের অবসানে যাঁর প্রত্যক্ষ এবং নেতৃত্বে মানুষ নিজেদের অধিকার টুকু ফিরে পেয়েছে সারা বাংলা জুড়ে সেই শুভেন্দু অধিকারীর প্রাপ্য সম্মান নিয়ে যে বিতর্ক তা কোনো ভাবেই সমীচীন নয়। আমরা যারা গ্রামে গ্রামান্তরে লড়াই করি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার তাগিদে,আমরা জানি আমাদের আন্দোলনের পুরোধা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা বিপ্লবে বিদ্রোহে। কিন্তু গণ আন্দোলনে যার প্রভাব অনস্বীকার্য তিনি পরিবহন মন্ত্রী। নোনা মাছ আর পান্তা ভাতের মেদিনীপুর বিপ্লবের রসদ ভূমি।

ইতিহাস ঘাঁটলে তা সহজে অনুমেয়। সেই জননেতা শুভেন্দু অধিকারীর প্রাপ্য সম্মান দিতে এতো কলুষতা কেন। দল যেখানেই সমস্যায় পড়েছে ছুটে গেছেন তিনি ভয়ডরহীন ভাবে। বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস জঙ্গল মহল নামাঙ্কিত দূর্গম এলাকায় ছুটে বেড়িয়েছেন। নেতাই থেকে নন্দীগ্রাম,নন্দীগ্রাম থেকে সিঙ্গুর,মালদা মুর্শিদাবাদ।


সারা বাংলায় যার অনায়াস বিচরন এমন জননেতার গন আন্দোলনে শরিক হতে আমাদের আজকের কর্মসূচী। ১৩ নভেম্বরের কাঁথি-৩ ব্লকের খড়ি পুকুরিয়া শ্রী গোবিন্দ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন উপচে পড়া জনতার মাঝে পূণ্যভূমিতে দাঁড়িয়ে একথা বলেন তিনি। মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ও বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজয় কৃষ্ণ বারুই। অনুষ্ঠানে সভাপতিত্ব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ চন্দন মান্না।


এদিনের সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বনশ্রী মাইতি, প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সমরেশ দাস,বন ও ভূমি কর্মাধ্যক্ষ কনিষ্ক পন্ডা, ব্লক তৃণমূল কার্যকারি সভাপতি মানিক লাল দোলাই, দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাহু(দুরমূঠ) ও পূজা মন্ডল (কুমিরদা),কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনুপ পন্ডা, যুব নেতা অরুনাভ মিশ্র, প্রাক্তন উপপ্রধান মৃনাল মন্ডল প্রমুখ। বক্তারা উন্নয়নের গতিকে বাড়িয়ে দিতে আগামী বিধানসভা নির্বাচনে সাংসদ শিশির অধিকারী,মন্ত্রী শুভেন্দু অধিকারী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে অঞ্চল স্তরের সকল বুথ স্তরে কর্মীসমর্থকদের স্বতস্ফুর্ত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় মহিলা কর্মী সমর্থকদের ভীড় ছিল লক্ষণীয়।


সভা সঞ্চালনা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব নেতা সৈকত মান্না। আগামীর নির্বাচনে বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টকরা এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা রাজনৈতিক দলের আস্ফালনকে স্তব্ধ করার প্রয়াস নিতে সকলকে আহ্বান জানান নেতৃবৃন্দ।



Comments


bottom of page