প্রতিনিধি : খেজুরীর বাঁশগোড়ায় সারস্বত ভবনে খেজুরী প্রেস ক্লাব ও নেতাজী পাঠচক্রের যৌথ আয়োজনে বিজয়া সম্মিলনী ও চারদিন ব্যাপী বই পার্বণ অনুষ্ঠান শুরু হলো৷ আঞ্চলিক লেখকদের বহু গ্রন্থ এই বই পার্বণ প্রদর্শনীতে রয়েছে৷ বহু লেখক-কবি অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে , সভাপতির আসন অলংকৃত করেন ড. রামচন্দ্র মন্ডল৷
সম্মানীয় অতিথি ছিলেন সাংবাদিক অনিন্দ্য জানা, বাসব বারিক, প্রসুন করণ, অয়ন জানা, দেবকুমার জানা ৷ মুখ্য অতিথি ড. প্রবালকান্তি হাজরা, রণজিৎ কুমার নায়েক, পার্থসারথী দাশ, স্বপনকুমার মন্ডল, অজিতকুমার জানা, শান্তিরাম দাস, গৌরচাঁদ পাত্র, মিহির কুমার প্রধান, রণজিৎ দাস, সুভাষচন্দ্র মন্ডল, ড. সুজন কুমার বালা, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, সুদর্শন সেন, দুর্গা দাস, শ্রীমন্ত দাস, দিলীপ মন্ডল,
বিকাশ পাত্র, মাণিক বারিক, নির্মল কুমার পাত্র, পবিত্রকুমার ভক্তা, প্রদীপ কুমার মাইতি,বামদেব মান্না, শিবাণী পাঁজা, সেক আসমত, হাবিবা খাতুন, অঞ্জনা মন্ডল, ভোলানাথ পাল, ধীরেন্দ্রনাথ প্রধান, অনিন্দিতা কামিলা, সোমনাথ দাস, সেক ফজলুর রহমান, অনিমেষ ঘোষ, সুশান্ত ঘোড়ই, চন্দন খাঁড়া, নিত্যরঞ্জন করণ ও রাজকুমার পন্ডা প্রমুখ ব্যক্তিবর্গ ৷ আলোচনা, আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ, গ্রন্থ প্রকাশ, নাটক গ্রন্থ প্রকাশ ও সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী দিবসের অনুষ্ঠান হয়৷ এই বই পার্বণ চলবে আগামী ২৬শে অক্টোবর, ২০২২ পর্যন্ত (বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত)৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্গা দাস ও জয়দেব মাইতি৷
Comentarios