প্রতিনিধি : বন্ধবীর জন্মদিন এভাবেও পালন করা যায়। গত ৫ অক্টোবর বান্ধবী বিশিষ্ট চিত্রশিল্পী ইন্ডিয়ান বুক অফ রেকর্ড বিজেতা অমৃতা নায়কের জন্মদিন ছিল,অন্যান্যদের মত আড়ম্বর না করে শুভেচ্ছা জানিয়ে পরিকল্পনা করে বিশেষ কিছুর।
সেই মানসিকতা নিয়েই কাজলা জনকল্যান সমিতির সম্পাদক শ্রী স্বপন কুমার পন্ডার সঙ্গে যোগযোগ করেন ও ওই সংস্থার তপোবন শিশু আবাসের দুস্থ কচিকাঁচাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে তাদের সঙ্গে জন্মদিন উৎযাপন ও দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন পাল। অমৃতা দেবী এই বিশেষ উপহার পেয়ে অভিভূত।
উনি জানান এ ধরনের উপহার এর আগে কোনোদিন পাননি, সৌমেন পালের মত বন্ধু পেয়ে উনি গর্বিত,উনি কৃতজ্ঞ কচিকাঁচাদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকের এই উদ্যোগে উপস্থিত ছিলেন সৌমেন পাল ,অমৃতা নায়ক,উজ্জ্বল দাস,অদিতি নায়ক,সংস্থার পক্ষ থেকে অষ্ট্রেলিয়া থেকে আগত কৃতি ম্যাডাম, দিপালী নন্দী,অশোক খুটিয়া প্রমুখ।
সংস্থার সম্পাদক জানান সৌমেন পাল, অমৃতা নায়ক এর মত হৃদয়বান মানুষের খুব প্রয়োজন,ইনাদের মত ব্যাক্তিত্ব থাকলে আগামী দিনে কোনো শিশু অনাহারে কষ্ট পাবে না,বঞ্চিত হবে না।
Comments