প্রতিনিধি : ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকর এর ১৩০ তম জন্মদিনে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে খেজুরির হেঁড়িয়া, কলাগাছিয়া, রামনগর, হলদিয়া, চন্ডিপুর বিভিন্ন ব্লকে কর্মসূচিটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। মাল্যদান করেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটি
কার্যকরী সভাপতি হিমাংশু দাস ,সম্পাদক আশিষ প্রামাণিক, জেলা কমিটির নেতা গোকুল ঘোড়াই, আশীষ দেবনাথ, রঞ্জিত দলপতি, বাপি বাড়ি সুমিত বারিক, অসিত মন্ডল রত্নেশ্বর দোলাই, সম্পদ দাস প্রমূখ নেতৃত্বগন।
আলোচনা সভায় হিমাংশু দাস বলেন, বর্তমান সময়ে ভারতের সংবিধান আজকে খুবই সংকটজনক অবস্থায় রয়েছে । বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি দল জাতপাতের রাজনীতি করছে এবং রাজ্যে রাজ্যে দলিত, পিছিয়ে পড়া মানুষের উপর নির্যাতন আক্রমণ বাড়ছে । বিশেষ করে মা বোনদের উপর এই আক্রমণ সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে। সংবিধানে মানুষের বেঁচে থাকার যে অধিকার আছে তা লঙ্ঘিত হচ্ছে।
বর্তমান সরকারের দ্বারা এক ঘৃণ্য রাজনীতির মাধ্যমে আজ দেশ পরিচালিত হচ্ছে। তাই দেশের মানুষেকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে গেলে, সমস্ত স্তরের মানুষকে একজোট হয়ে, ভারতের স্বাধীনতা, সংবিধান, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং মানুষের বেঁচে থাকার অধিকার রক্ষা করার জন্য একজোট হতে হবে।
Commentaires