top of page

কন্টাই ক্যুইজ ফোরামের জন্মদিন

প্রতিনিধি : আজ পয়লা বৈশাখে কাঁথির স্বনামধন্য কুইজ সংগঠন কন্টাই কুইজ ফোরাম, স্কুল ডি লাইট -এ পালন করল তাদের জন্মদিন একটি সারাবাংলা ক্যুইজ প্রতিযোগিতা "মগজ মিটার সিজন 5" এর মধ্য দিয়ে । সারাবছরই নানা ক্লাব এর মঞ্চে কুইজ ও দিদি নাম্বার ওয়ান এর মত শিক্ষামূলক অনুষ্ঠানে করিয়ে থাকে এরা । আজ ছিল এদের বাৎসরিক কুইজ ।

ফেসবুক পোস্টের মাধ্যমে খবর পেয়ে সারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হাওড়া ,হুগলি ,কলকাতা, তমলুক, দীঘা, রামনগর ,কাঁথি , এগরা ,হলদিয়া, ডায়মন্ডহারবার, দাসনগর ,উলুবেড়িয়া, নন্দকুমার, সবং ,ঘাটাল প্রভৃতি জায়গা থেকে ক্যুইজাররা ছুটে আসে কুইজটিতে অংশগ্রহণের জন্য । মোট ২৬ টি দল এতে অংশগ্রহণ করে ও মূল পর্বে ১২ টি দল উন্নীত হয় ।

যার মধ্যে দশটি দলের জন্য সবাই প্রতিযোগিতা করে ও দুটি দল কাঁথি ও এগরার দলের জন্য সংরক্ষিত ছিল । ৬৩ টি প্রশ্নের দীর্ঘ ম্যারাথন ক্যুইজের শেষে প্রথম হয় হুগলি ও পশ্চিম মেদিনীপুরের দাদাগিরি চ্যাম্পিয়ন যথাক্রমে রাজা চক্রবর্তী ও শান্তনু ভট্টাচার্য ।

দ্বিতীয় হয় রাধামনি ও ঘাটালের যথাক্রমে পূর্ণ অধিকারী ও তমাল মিশ্র এবং তৃতীয় হয় হলদিয়ার অনীক মিস্ত্রি ও সৌরিন জানা । সকলের জন্যই ছিল আর্থিক পুরস্কারসহ ট্রফি । এছাড়া সকলের জন্য দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাও ছিল । অনুষ্ঠান শেষে কন্টাই কুইজ ফোরামের পক্ষ থেকে কাঁথিতে কুইজের আরো ব্যাপক প্রসারের জন্য কাঁথির বিভিন্ন কালচারাল সংগঠন ও ক্লাব গুলিকে আহ্বান জানানো হয় ।


Opmerkingen


bottom of page