প্রতিনিধি : কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত কাঁথি ৩ পশ্চিম মন্ডলের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হলো কাঁথি শহরের 'মহল' অনুষ্ঠান ভবনে । কার্যকর্তাদের সমবেত বন্দেমাতরম ধ্বনি ও জেলা সভাপতি সুদাম পন্ডিতের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কার্যকারিনীর শুভারম্ভ ঘটে । এরপর কাঁথি ৩ পশ্চিম মন্ডলের সভাপতি বিপুলেশ ধাড়া মন্ডল কমিটি , মোর্চা কমিটি মন্ডলের অন্তর্গত জেলা কমিটির সদস্যগণ সহ শক্তিকেন্দ্রের প্রমুখ এবং বুথ সভাপতিগণের সামনে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার জন্য বিভিন্ন স্তরের নেতৃত্ব বৃন্দের আগামী দিনে ভুমিকা কী হবে তার রূপরেখা তৈরি করে দেন ।
মন্ডল সভাপতির প্রস্তাবিক ভাষণের পর মন্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ মাইতি বিগত কার্যকারিনী বৈঠকের বিবরনী পাঠ করেন। এরপর জেলা সভাপতি সুদাম পন্ডিত সমাজের জন্য রাজনীতির আবশ্যকতার উপর বক্তব্য রাখেন। জেলার অন্যতম সাধারণ সম্পাদক তাপস দলাই ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাঠামো, আদর্শ,শৃঙ্খলা, ঐতিহ্য ও সংস্কৃতির উপর মার্ক দর্শন করেন। তিনি উল্লেখ করেন ভারতীয় সনাতনী সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিস্তারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভুমিকা । তিনি আরও উল্লেখ করেন আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান, শক্তি বৃদ্ধি সহ দেশের সার্বিক উন্নয়নের ছবি। তিনি আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির করনীয়তা সম্পর্কেও দীর্ঘ বক্তব্য রাখেন । উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা তার রাজনৈতিক ও প্রশাসনিক দূরদৃষ্টির উপর বক্তব্য রাখেন ।
রাজ্যসভার সদস্য সোমনাথ রায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন। শ্রীকৃষ্ণ গিরি ও উৎপল গিরি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন। পার্টিকে প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতির স্মরণে শোক যাপন করা হয় , শোক প্রস্তাব পাঠ করেন অসীম মাইতি। জেলা কমিটির সদস্য অমিয়বিন্দু প্রধান আগামীর রাজনৈতিক প্রস্তাবের স্বার্থকতার উপর মার্ক দর্শন করেন। মন্ডল সভাপতির ভাষনের মধ্য দিয়ে কার্যকারিনী বৈঠকের সমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন মন্ডলের ইনচার্জ শশাঙ্ক শেখর মাইতি ।
ความคิดเห็น