top of page

ওয়েসিস (NGO) এর রক্তদান শিবির

প্রতিনিধি : গাল‌ওয়ানে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে কাঁথির ওয়েসিস ( NGO) দেশপ্রান ব্লকের বসন্তিয়ার একটি বেসরকারি স্কুলে একটি রক্তদান কর্মসূচীর আয়োজন করেছিল। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন দেশপ্রান ব্লকের সহ সভাপতি তরুন কুমার জানা , দেশপ্রান ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক এবং অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। ওয়েসিস -এর সম্পাদক সোমনাথ মান্না বলেন, দেশের এইরকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুমুর্ষু রোগীদের পাশে থাকতে আমরা এই মহৎ উদ‍্যোগের আয়োজন করেছি, এতো কম সময়ের প্রচারেও ৭৭ জন রক্ত দাতা আমাদের এই শিবিরে এসে রক্ত দিয়েছেন তাদের প্রত‍্যেককে ওয়েসিস-এর পক্ষ ধন্যবাদ জানাই। এছাড়াও তারা আগামী দিনে বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করবে, যাতে সাধারণ পরিবারের মেয়েরা হাতের কাজ শিখতে পারে।

ওয়েসিস এর সভাপতি প্রীতিরঞ্জন মাইতি বলে যে, "আমাদের উদ‍্যোগে যারা সামিল হয়েছেন তাদের বেশিরভাগই মহিলা ছিলেন, মেয়েরা এইভাবে এগিয়ে এসেছে এই মহৎ কর্মে, তাই তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না, এছাড়াও আমরা আগামী ১১ই জুলাই কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডেও রক্তদান শিবিরের আয়োজন করেছি, তাই প্রত‍্যেককে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি "। ওয়েসিস যদি এইধরনের মহৎ কর্মে উদ‍্যোগী হয় তাহলে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন থাকবে বলে জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক । ওয়েসিস এর পক্ষ থেকে সান্ধ্যসমীর দাসমহাপাত্র, নিলম রায়, অজয় খাণ্ডা, প্রভাত সমীর দাসমহাপাত্র, সুধীর পতি, সুমন মাইতি, সুখেন্দু পণ্ডা সহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

Comments


bottom of page