প্রতিনিধি : রক্তদান জীবন দান । একজনের রক্তে অন্য জনের জীবন রক্ষা হয় । বর্তমান করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অকাল দেখা দিয়েছে। এই রক্ত সংকট দূর করতে রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, দেপাল অঞ্চলের প্রধান অনুপ মাইতি, কর্মাধ্যক্ষ সৌমেন গিরি ও বনবিহারী মাইতি । প্রায় ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন । মন্ত্রী অখিল গিরি বলেন, একদিকে করোনা পরিস্থিতি আর অন্য দিকে ইয়াস ঝড়ের ফলে মানুষের জীবনে কঠিন অবস্থা ।
পরিস্থিতি মোকাবিলায় ছাত্র ও যুব সমাজকে বেশি করে এগিয়ে আসতে হবে । কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ । সমাজের সামগ্ৰিক উন্নয়নে ছাত্র ও যুবদের হাত লাগাতে হবে । দেপাল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অনুপ মাইতি ভাষনে ছাত্র পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান । রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মইদুল অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান ।
Comments