top of page

'কুড়মালি দাঁতকথা প্রবাদ প্রবচন' বই প্রকাশ

প্রতিনিধি : রহইন পরব উপলক্ষে শনিবার জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের গরাম থানে আয়োজন করা হয়েছিল পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের। এই দিনে ধান চাষের জন্য বীজ বপন করা হয়। কথিত আছে এই পবিত্র দিনে বীজ বপন করলে ফসল ভালো হয়।



ADVERTISEMENT

জৈষ্ঠ মাসের ১৩ তারিখ পবিত্র দিনে মাঠ থেকে রহইন মাটি এনে ঘরের বিভিন্ন স্থানে রাখা হয়। এমন গুরুত্বপূর্ণ দিনে কুড়মালি সাহিত্য ও ভাষা চর্চার বীজ বপন করা হলো। বেলপাহাড়ী এলাকার প্রবীণ কবি ও সাহিত্যিক ছত্রমোহন মাহাতোর লেখা 'কুড়মালি দাঁতকথা প্রবাদ প্রবচন' বইটি প্রকাশ করেন অরিন্দম ভৌমিক।


বামুনডিহা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ঝাড়গ্রামের মহকুমা শাসক ড. বাবুলাল মাহাতো , রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধান দেবনাথ , সৌমেন মন্ডল, অভীক দত্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেল ৮২ বছরের এই মানুষটি কুড়মালি ভাষা ও তার সংস্কৃতি কৃষ্টি নিয়ে গবেষণা চালিয়ে গেছেন । আগেই প্রকাশ করেছেন 'মহুল কঁড়ির মহক ও মায়া মঙ্গল' ।



Comentarios


bottom of page