প্রতিনিধি : গরীব পরিবারের মেয়ে অনন্যা জানা দহলাউদা বরদাসুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় সে পেয়েছে ৭০০ নম্বরের মধ্যে ৬৬৭ নম্বর। গনিতে ১০০তে ১০০ নম্বর ই পেয়েছে। ভালো নম্বর পেয়ে ও পড়াশুনায় বাধা অর্থ । বাবা স্বপন জানা দিনমজুর। কোনোমতে সংসার চলে।
মেয়ে ভালো ফল করলেও তাকে পড়াবে কি করে তা ভেবেই রাতে ঘুম নেই। অনন্যা জানায় তার প্রিয় বিষয় গনিত।
তাই বিজ্ঞান নিয়েই পড়তে চায়। ভর্তি হতে চায় মারিশদা বিজয়কৃষ্ণ জাগৃহী বানীপীঠে। এই পরিস্থিতিতে গরীব ও মেধাবী ছাত্রী অর্থ সাহায্যের আবেদন জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এক সাক্ষাৎকারে অনন্যা জানায় টাকা পয়সা না থাকায় সে কোনো শিক্ষকের কাছে টিউশন পড়তে পারে নি। তবে বাড়ীর পাশে এক শিক্ষাবন্ধু শুকদেব জানা তাকে বিজ্ঞান বিষয়ে পড়িয়েছেন। বাবা মায়ের বড় সন্তান অনন্যা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। সঙ্গে ছয় বছরের ছোট বোনকে পড়াশোনায় সাহায্য করতে চায়। মাধ্যমিক পরীক্ষায় ৬৬৭ নম্বর পাওয়া অনন্যার পাশে কোনো সহৃদয় ব্যক্তি দাঁড়ালে সে উপকৃত হবে।
Comentarios