top of page

মহিলাদের স্বনির্ভর করতে বকনা বাছূর প্রদান

প্রতিনিধি : আজ দেশপ্রান ব্লকের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের সহযোগীতায় ১০ জন কৃষককে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের প্রানী সম্পদ আধিকারিক ড: দিলীপ কুমার নন্দী, দেশপ্রান পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দাস, কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা, পূর্ত কর্মাধ্যক্ষ

অমলেন্দু জানা , মৎস্য ও প্রানী সম্পদ কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ জানা, বিটিএম তীর্থঙ্কর চৌধুরী ও এটিএম চন্দন প্রধান, বিটিএম তীর্থঙ্কর চৌধুরী জানান আমরা আত্মা প্রকল্পের মাধ্যমে নিত্য নতুন চাষ প্রক্রিয়া বাড়াতে চাই, বর্তমানে গবাদি পশুর পালন কমে গেছে, এমতাবস্থায় আমরা সকলেই জানি দুধ একটা সুষম আহার এবং দুধের চাহিদা অনুযায়ী যোগান না থাকার কারনে আমরা প্যাকেটজাত দুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, তাই দুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমরা বকনাবাছুর প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং দেশী গরুর দুধের চাহিদা বেশি বলে আমরা দেশি গরুর বাছুর প্রদান করলাম,আগামীদিনে দুধ উৎপাদন বৃদ্ধি করাই আমাদের মুল লক্ষ্য ।

Comments


bottom of page