top of page

উই কেয়ার কন্টাই ব্রাঞ্চের কল অন ব্লাড ডোনারে থ্যালাসেমিয়া শিশুকে রক্তদান

প্রতিনিধি : কাঁথি মহকুমায় করোনা পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে । তার মধ্যেই চলছে এই ব্লাড ব্যাংকে রক্তের তীব্র আকাল। বিগত কয়েক দিন ব্লাড ডোনেশন ক্যাম্প না হওয়ার জন্য ব্লাড ব্যাংক ধুঁকছে রক্তের তীব্র সংকটে।

রক্ত না পেয়ে ফিরে যাচ্ছে পেসেন্ট পার্টি । চারিদিকে লকডাউন পরিস্থিতি তে বিশেষ করে থ্যালাসেমিয়া এবং অপারেশন রোগীরা পড়ছেন তীব্র সমস্যায়। এই পরিস্থিতি তে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কল অন ব্লাড ডোনারে র মাধ্যমে থ্যালাসেমিয়া শিশুর A+ রক্তের জোগান মেটাতে এগিয়ে এলো উই কেয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের কাঁথি শাখা।

কাঁথি নিবাসী শিক্ষক শংকর প্রধান মহাশয় এগিয়ে এলেন মুমুর্ষ থ্যালাসেমিয়া শিশুটিকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে। সংস্থার পক্ষ কন্টাই ব্রাঞ্চের প্রধান সুদীপ গিরি বলেন কল অন ডোনারের মাধ্যমে আমরা কাঁথি এগরাতে সংকটের সময় রোগীদের রক্তের জোগান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি , তবে এই করোনা আবহে কল অন ডোনারের মাধ্যমে রক্তের জোগান দিতে মানুষকে রক্তদানে আরও স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসতে হবে ‌। মানুষ কে উৎসাহিত করতে হবে স্বেচ্ছায় রক্তদানে। করোনা আবহে মানুষ রক্তদানে অনীহা প্রকাশ করছে এই অনীহা কাটিয়ে প্রত্যেক কে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তিনি জানিয়েছেন । তৎসহ রক্ত দাতাকে এই তীব্র সংকটে নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে , সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


Comments


bottom of page