top of page

দয়ানিধিবাড় হরিসভায় রক্তদান শিবির

প্রতিনিধি : শতাব্দী প্রাচীন সংস্থা দয়ানিধিবাড় হরিসভা । রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত বর্ধিষ্ণু গ্রামের এই প্রাচীন সংস্থাটি করোনা পরবর্তী সময়ে তাদের বাৎসরিক(২০২১ সাল) আয়োজনকে সীমিত করেছে।

১১৫ তম বাৎসরিক নামযজ্ঞের ও ভারতীয় সুস্থ সংস্কৃতির রীতি অনুসারী সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজনে নতুন সংযোজন স্বেচ্ছায় রক্তদান শিবির । কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এই শিবিরের স্বেচ্ছায় রক্তদানকারী প্রায় ৮০ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। প্রায় ১০ জন মহিলা রক্তদাতা এই শিবিরে উপস্থিত হয় । তাদের মধ্যে শ্রীমতি শম্পা মাইতি , শ্রীমতি সীমা পাত্র , শ্রীমতি অন্নপূর্ণ রায় প্রমুখরা । আয়োজনের উদ্দেশ্যকে আরো সুদূর প্রসারী করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। দয়ানিধিবাড় হরিসভার পক্ষ থেকে সভাপতি অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সুনীল প্রধান মহাশয় রক্তদান শিবিরের সকল মহান রক্তদাতাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

হরিসভা কর্তৃপক্ষের সম্পাদক শ্রীযুক্ত প্রভুরাম প্রধান মহাশয় বিগত বছরগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয়োজন সীমিত ভাবে উপস্থাপিত করা এবং এবছরের যে আয়োজন টুকু হয়েছে তার সার্বিক সাফল্যের জন্য উৎসব এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামী বছরে এই উৎসব তার নিজস্ব পরিচিত ভঙ্গিতে দায়বদ্ধতার বিশেষ কারণে উপস্থিত হবে এই আশা রাখেন ।



Comments


bottom of page