প্রতিনিধি : লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামী-র সহযোগিতায় সময় এবং সংবাদ পত্রিকা এবং ডিজিটাল পরিবারের একটি সময়োপযোগী কর্মসূচি সম্পন্ন হলো রবিবার ।
কাঁথি শহরের সকল ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের হাতে মাস্ক, স্যানিটাইজার, জল,স্বাস্থ্যকর পুষ্টি দ্রব্য তুলে দেওয়া হয় , সেই সঙ্গে কোভিড সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । এই জনসচেতনতামূলক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুন মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক , শিক্ষক নেতা দীপক প্রধান , শিক্ষক শান্তনু জানা ও সৌমিত্র সাহু ।
সময় এবং সংবাদের সম্পাদক অনিন্দ্য জানার নেতৃত্বে ক্যাম্পটি পরিচালনা করেন সাংবাদিক চিন্ময় গিরি । সহযোগিতা করেন সময় এবং সংবাদ লাইভ ডিজিট্যাল টিমের পক্ষে অয়ন জানা , দেবকুমার জানা , সায়ন মিশ্র , মৃণাল কান্তি দাস , শিবকুমার রায় , সুপ্রিয় বিড়িং , শুভময় মন্ডল , দেবাঞ্জন নায়ক , শুভ মাইতি প্রমুখ ।
কোভিড মোকাবিলার উপর বক্তব্য রাখেন আগামীর প্রেসিডেন্ট অশোক বর্মন, চার্টার প্রেসিডেন্ট স্বরূপ কুমার মাইতি , জোনাল চেয়ার পার্সন হৈমন্তী দাস অধিকারী, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন মধুসুদন দাস অধিকারী, নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই , প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সুমিতা কর্মী বায়েন, লায়ন সুনীল দাস প্রমুখ । কর্মসূচি শেষ কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে । কাঁথির রাজপথে টহল দেওয়া পুলিশ ভ্যানের মধ্যে থাকা পুলিশ কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার পর সকালের জলখাবার তুলে দেওয়া হয় ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিকাশ বারিক । শহরের মধ্যস্থান কাঁথির চৌরঙ্গী মোড়ে সচেতনতা সভায় বক্তব্য রাখেন বিদায়ী কাউন্সিলার আলেম আলী খান ।
Comments