প্রতিনিধি : খেজুরি ১ ও ২ ব্লকের এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সভা হয় খেজুরীর কুঞ্জপুরে ও হেঁড়িয়ার মিলন কুঞ্জে। দুটি সভাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও উপস্থিতি লক্ষ্য করা যায় ।
এবারের প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক হচ্ছে ৮০% নতুন প্রার্থী, ৭৫ শতাংশ যুব-মহিলা প্রার্থী। উচ্চ শিক্ষিত যুবক যুবতী থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা গেছে।
শহীদদের রক্তে ভেজা খেজুরীতে শ্রেণী আন্দোলন শক্তিশালী করতে, খেটে খাওয়া সাধারণ মানুষের রাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপি ও তৃণমূলকে হারিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এবারের লড়াইতে সবাই অঙ্গীকারবদ্ধ । খেজুরি ২ -এর সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মাইতি এবং খেজুরি ১ এর সভায় সভাপতিত্ব করেন সুভাষ দাস।
দুটি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস । তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা পার্টি নেত্রী প্রতিমা মন্ডল, পার্টি নেতা সমীরেন্দ্রনাথ কলা, রত্নেশ্বর দোলুই, গোকুল ঘোড়ুই প্রমুখ।
Comments