top of page

খেজুরীর কুঞ্জপুরে ও হেঁড়িয়ার মিলনকুঞ্জে বামফ্রন্টের প্রচার সভা

প্রতিনিধি : খেজুরি ১ ও ২ ব্লকের এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সভা হয় খেজুরীর কুঞ্জপুরে ও হেঁড়িয়ার মিলন কুঞ্জে। দুটি সভাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও উপস্থিতি লক্ষ্য করা যায় ।


এবারের প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক হচ্ছে ৮০% নতুন প্রার্থী, ৭৫ শতাংশ যুব-মহিলা প্রার্থী। উচ্চ শিক্ষিত যুবক যুবতী থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা গেছে।

ADVERTISEMENT

শহীদদের রক্তে ভেজা খেজুরীতে শ্রেণী আন্দোলন শক্তিশালী করতে, খেটে খাওয়া সাধারণ মানুষের রাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপি ও তৃণমূলকে হারিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এবারের লড়াইতে সবাই অঙ্গীকারবদ্ধ । খেজুরি ২ -এর সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মাইতি এবং খেজুরি ১ এর সভায় সভাপতিত্ব করেন সুভাষ দাস।


দুটি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস । তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা পার্টি নেত্রী প্রতিমা মন্ডল, পার্টি নেতা সমীরেন্দ্রনাথ কলা, রত্নেশ্বর দোলুই, গোকুল ঘোড়ুই প্রমুখ।

ADVERTISEMENT


Comments


bottom of page