প্রতিনিধি : প্রার্থী ঘোষণার সাথে সাথে বামফ্রন্টের প্রচার মিছিল শুরু কাঁথির ওয়ার্ডগুলোতে । ৩রা ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট জারি করার ২৪ ঘন্টার মধ্যে বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি তমলুক জেলা কেন্দ্র সুকুমার সেনগুপ্ত ভবন থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, তমলুক তিনটি পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন সি.পি.আই.(এম) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, সি.পি.আই. এর জেলা সম্পাদক নির্মল বেরা, গৌতম পন্ডা, মহাদেব মাইতি, অমল কুইল্যা সহ বামফ্রন্টের নেতৃত্বগন । বিকেল ৪ টায় নাম ঘোষণার সাথে সাথে কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডে দেয়ালে নাম লিখন শুরু করে দেয় বাম কর্মী-সমর্থকগণ ।
১৪ নম্বর সহ অন্যান্য ওয়ার্ডগুলোতে প্রার্থীদের সমর্থনে বের হয় উৎসুক মিছিল। উৎসাহী কর্মী সমর্থকগণ দুর্নীতিমুক্ত স্বচ্ছ পৌরসভা গড়তে বামফ্রন্ট প্রার্থীদের ভোট দেওয়ার স্লোগান তুলেলেন । মিছিলগুলোতে নেতৃত্ব দেন কাঁথি পৌর নির্বাচনী কমিটির আহ্বায়ক তথা কাঁথি এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, জেলা নেতৃত্ব কানাই মুখার্জি, প্রণব পন্ডা,মানিক দাস, জয়দেব পণ্ডা প্রমুখ ।
এবারে ৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে প্রার্থী হয়েছেন এবং ৭ টি আসনে মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন । মহিলা সংরক্ষিত- ৩,৬,৯,১২,১৫,১৬ নম্বর ওয়ার্ডে। তাছাড়া এবারে রেড ভলেন্টিয়ার্স হিসেবে কাঁথিতে মানুষের কাছে পরিষেবা দিতে উল্লেখযোগ্য কাজের সঙ্গে যুক্ত তেহেরান হোসেন, জয়দেব পন্ডা, দীপক প্রধান, শেখ সুজাউদ্দিন সহ ৭ জনের অধিক প্রার্থী হয়েছেন । কাঁথিতে এবার ৬৮ ভোট কেন্দ্রে ৫৬ হাজার ভোটার তাঁদের ভোট দেবেন । অপরদিকে তমলুক পৌর এলাকায় ৭০ টি কেন্দ্রে ৫৪ হাজার ও এগরা পৌর এলাকায় ৩০ টি কেন্দ্রে ২৮ হাজার নির্বাচক ভোট দেবেন । কাঁথি পৌর নির্বাচনে দায়িত্বে থাকা সি.পি.আই.(এম)-এর রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস বলেন - দীর্ঘ কয়েক দশক তৃণমূল কাঁথি পৌরসভা পরিচালনা করেছে । এখনও কাঁথি শহরে বহু কাঁচা রাস্তা আছে ।
বহু বসতি এলাকায় আলো নেই , জল নিষ্কাশন এবং দূষণমুক্ত করার ক্ষেত্রে ওয়ার্ড গুলিতে এখনো সমস্যা থেকে গেছে । আবাস যোজনার ঘর অনেকেই পাননি । একসময় তৃণমূলের অধিকারী পরিবার পৌরসভার রাজ করেছিলেন । এখন দল বদলে বিজেপিতে । বর্তমান তৃণমূলের পৌর প্রশাসকমণ্ডলী তৃণমূলের । গণতান্ত্রিক প্রক্রিয়ায়- ভয়-ভীতিহীন,শান্তিপূর্ণ নির্বাচন হলে, কাঁথির পৌর নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে কাঁথির চিত্র পাল্টে যাবে ।
Comments