top of page

কাঁথি ৩ নম্বর ব্লকের উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রতিনিধি : কাঁথি ৩ নম্বর ব্লকের উদ্যোগে আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন "অ্যাকশন এইড" কলকাতা ও দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান , ব্লক শিশু সুরক্ষা কমিটি, সংঘের নেত্রী, আই.সি.ডি.এস. কর্মী ও কিশোর কিশোরী বাহিনীদের নিয়ে শিশু অধিকার সুনিশ্চিত করা ও শিশু বান্ধব গ্রাম নির্মাণের উদ্দেশ্যে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রায় ৭০ জন উপস্থিত হয় ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সভানেত্রী মিতা রানি সাহু, এছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, মারিশদা থানার অফিসার ইনচার্জ সৌমেন গুহ, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ


শ্যামল দাস, সদস্যা ইশিতা রানা, যুব আধিকারিক লিটন দেবনাথ, আই.সি.ডি.এস. সুপারভাইজার রিতা দাস, কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে সুপারভাইজার লিনা দে দাস ও মঞ্জুশ্রী মাইতি প্রমূখ। কাঁথি ৩ নম্বর ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনায় শিশুদের সুরক্ষা সহ চার অধিকার সুনিশ্চিত করা সহ শিশু বান্ধব গ্রাম নির্মাণের জন্য উপস্থিত সকল গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তাদের নিজ নিজ বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ করবেন বলে সিদ্ধান্ত করেন । পরিশেষে সকল কিশোর কিশোরী বাহিনী, আইসিডিএস কর্মী, পঞ্চায়েত প্রধান, সংঘের নেত্রী সবাই মিলে শিশুদের সুরক্ষায় তাদের অগ্রণী ভূমিকা থাকবে এই নিয়ে একটি শপথ বাক্য পাঠ করেন ।


Kommentare


bottom of page