top of page

প্রতি বছরের মতো এবছরও কাঁথিতে ছটপূজা

প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সকল সাবধানতা মেনে কাঁথি শহরে আবার বাজলো উৎসবের ঢাক। দূর্গা ও কালীপূজোর পর বিহারের সব থেকে বড়ো উৎসব ছট পুজো অনুষ্ঠিত হলো কাঁথির কুমারপুরের সাধুজানা পুকুর পাড়ে ২০ ও ২১ শে নভেম্বর ।

এই পূজো তাদের কাছে কতটা মাহাত্ম্য রাখে তা জানিয়েছে । কাঁথির বিভিন্ন এলাকা থেকে এই পূজোয় প্রতি বছর সকলে এসে একত্রিত হন এবং পূজো সম্পন্ন করেন।

পূজোর সম্পূর্ণ দায়িত্ব থাকে শ্রী শ্রী ছটপূজো সমিতির উপর। পরিচালনায় - অমিত সিং , অমৃত সিং , রাম রতন সাউ , ছট্টু সাউ , লক্ষন ঠাকুর , শিব কুমার রায় প্রমুখ। এই পূজো বিহারের সংস্কৃতিকে তুলে ধরে, অন্যান্য উৎসবগুলির মতোই কাঁথি পূর্নতা পায় বিহারের এই উৎসবে । পূজোটি পুকুর ঘাটেই অনুষ্ঠিত হয় এবং সকল পরিবার এই পূজোর প্রসাদ বিতরণ করে থাকেন।



ADVERTISEMENT

Comentarios


bottom of page