top of page

চৈত্র সংক্রান্তির ছাতু মেলা

প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী ভসরাঘাটে (ভসরা গ্রামে) চৈত্র সংক্রান্তি উপলক্ষে ধারাবাহিক ভাবে একদিনের এই ছাতু মেলা অনুষ্ঠিত হয়।

ছাতু নাম নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন আসতে পারে,আসাটা স্বাভাবিক। সুবর্ণরেখা নদী সংলগ্ন এলাকাগুলোতে চৈত্র সংক্রান্তির দিনটি ছাতু পরব হিসেবে পালিত হয় । আমরা অনেকেই ছাতু খেয়ে থাকি মূলত ছোলার কিংবা মুড়ির ছাতু।

এই এলাকায় এই বিশেষ দিনে ছাতু খাওয়া হয় এবং ঈশ্বরের সামনেও পরিবেশিত হয়। সম্ভবত এই থেকেই ওই মেলার নাম ছাতু মেলা,যদিও মেলার মধ্যে কোনো ছাতুর দোকান নেই । অসংখ্য দোকান, ক্রেতা - বিক্রেতায় মেলার পরিবেশ জমে ওঠে। বেলুন,মাটির আসবাবপত্র,কাঠের আসবাবপত্র, মিষ্টির দোকান,তরমুজ,ফুচকা,লোহার জিনিস,আইসক্রিম দোকান, বাদাম দোকান এছাড়াও অসংখ্য দোকানে সেজে ওঠে মেলা প্রাঙ্গণ।



Comments


bottom of page