প্রতিনিধি : সারা ভারতবর্ষে পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয়। আর এই শিশু দিবসে কাঁথি শহরে সুখ্যাতি সম্পন্ন কিশোরনগর প্রাথমিক বিদ্যালয় শিশুদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করে তুলল। বিদ্যালয় থেকে আজ দুজন ছাত্রছাত্রী নির্মল বিদ্যালয় সপ্তাহের অঙ্কন প্রতিযোগিতায় জেলায় অংশগ্রহণ করল পঞ্চম শ্রেণী থেকে শুভশ্রী গিরি ও দ্বিতীয় শ্রেণী থেকে দেবমাল্য দে।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাত্র ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলায় অঙ্কন প্রতিযোগিতায় নিজের দায়িত্বে অংশগ্রহণ করাতে নিয়ে গেছিলেন। সেই সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা মিলে আজ ৫৮০ জন ছাত্র ছাত্রীদের আনন্দের সঙ্গে পঠন-পাঠন সহ মিড-ডে-মিলে বিরিয়ানি খাওয়ালেন। এবং সবশেষে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ছোট্ট আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানও করলেন। বিদ্যালয়ের সুসজ্জিত প্রাঙ্গণে জন্মদিন মঞ্চে পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতি রেখে পুষ্পার্ঘ অর্পণ, স্থায়ী রবীন্দ্র মঞ্চে নির্মল
বিদ্যালয় পাক্ষিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নাচ, গান, আবৃত্তি, বক্তব্য, গল্প বলার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের শেষ বেলা হই-হই করে কাটে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সুতপা পাহাড়ি ও অন্যান্য সহযোগী শিক্ষিকারা মিলে সকল ছাত্র-ছাত্রীর কপালে চন্দনের টিপ পরিয়ে তাদের আশীর্বাদ করেন। সকল ছাত্র-ছাত্রী আজ বিদ্যালয়ে খুব আগ্রহের সঙ্গে আনন্দের সঙ্গে বিরিয়ানি খেয়ে তারা মুগ্ধ হয়ে ওঠে।
তারা বলে বিদ্যালয়ে বিরিয়ানি পাব এটা কখনো আমরা ভেবে দেখিনি বা আমরা কোনদিন কোথাও শুনিনি। আজ আমাদের বিদ্যালয়ে বিরিয়ানি খেয়ে আমরা সত্যি খুব আনন্দিত।
এই বিদ্যালয়ের সকল সেলফ হেল্প গ্রুপের সকল দিদিরা ভীষণভাবে ছাত্রছাত্রীদেরকে আদর-যত্নের সাথে মিড-ডে-মিল খাওয়ায়। সকল শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন কমিটির সদস্য-সদস্যরা এবং অভিভাবক-অভিভাবিকারা এই বিদ্যালয়কে নিয়ে গর্ব অনুভব করে এবং তারা তাদের সেরাটাই বিদ্যালয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই আজ এই বিদ্যালয় এতটাই সম্মানের জায়গায় পৌঁছাতে পেরেছে ।
Comments