top of page

কোষ্টাল চ্যালেঞ্জ কাপ : শনিবার মুখোমুখি হবে নয়াপুট হাইস্কুল ও কাঁথি ক্ষেত্রমোহন

প্রতিনিধি : বুধবার কোষ্টাল চ্যালেঞ্জ কাপ ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় দুটি প্রতিপক্ষ দল কাঁথি ক্ষেত্রমোহন হাইস্কুল ও বাহিরী হাইস্কুল এক বন্ধুত্বপূর্ণ খেলার নমুনা রাখলো আর তার সাক্ষী থাকলো অরবিন্দ স্টেডিয়ামের হাজারো দর্শক। যেখানে মাঠের বাইরে দুটি দলের সমর্থক ও দর্শকদের মধ্যে চরম উত্তেজনা থাকলেও মাঠের ভেতরে উভয় দলের কোনো খেলোয়াড় একটিও কোনো কার্ড দেখেনি যা ফুটবল খেলার মাঠে এক বিরল নিদর্শন।


টানটান ৭০ মিনিটের এই খেলার শেষে কাঁথি ক্ষেত্রমোহন হাইস্কুল ৪-০ গোলে এগিয়ে থেকে চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার ছাড়পত্র গ্রহণ করে। আর সেই সুবাদে আগামী ১৩ মে মুখোমুখি হতে চলেছে নয়াপুট হাইস্কুল ও কাঁথি ক্ষেত্রমোহন হাইস্কুল । সভাপতি পার্থসারথি দাস জানান ''ওই দিন এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে চুড়ান্ত পর্যায়ের খেলা ।

খেলার পূর্বে থাকছে আকর্ষণীয় মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ আর এই ম্যাচে এক দিকে থাকছে নয়াপুট হাইস্কুলের ছাত্রীরা ও অপর দিকে থাকছে কানাইদিঘী হাইস্কুলের ছাত্রীরা। তাই আন্তরিক আমন্ত্রণ রইলো সমস্ত ফুটবলপ্রেমীদের আগামী ১৩ই মে এক বিরল ঘটনার সাক্ষী থাকার জন্য।''



Comments


bottom of page