চিন্ময় গিরি, প্রতিনিধি : আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থরা সরকারি সাহায্য পায়নি। শাসক দলের অনুগত নেতা ও সমর্থকরা পাকা বাড়ি হওয়া সত্ত্বেও সরকারি ক্ষতি পূরণের তালিকায় টাকা পেয়েছে। তাদের কাছ থেকে টাকা ফেরতের দাবিতে আজ কাঁথি ৩ ব্লকের বিডিও অফিসে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। প্রকৃত ক্ষতিগ্রস্ত এখনো বঞ্চিত পরিবারগুলি লিখিতভাবে ক্ষতিপূরণের টাকা পাওয়ার আবেদন জমা করেন। দীর্ঘক্ষণ অফিসে অবস্থান-বিক্ষোভ চলে।এরপরে কাঁথি ৩ ব্লকের বিডিও নেহাল আহমেদ পাকা বাড়ির মালিকের কাছ থেকে টাকা ফেরত আনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়ায় অবস্থান ওঠে এবং কয়েক দিনের মধ্যে সর্বদলীয় সভা করে ক্ষতিগ্রস্তদের পুনরায় তালিকা করার প্রতিশ্রুতি দেন। সিপিএম নেতা ঝড়েশ্বর বেরা বলেন, ঝড়ে ক্ষতিপূরণের টাকা পাওয়ার ক্ষেত্রে এই ব্লকে চূড়ান্ত স্বজনপোষণ দুর্নীতি হয়েছে। প্রকৃত গরিব মানুষ এই টাকা পাওয়া থেকে বঞ্চিত।
তাই শাসক দলের ছত্রছায়ায় থাকা পাকা বাড়ির মালিকদের কাছ থেকে অবিলম্বে প্রশাসনকে টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। সিপিএমের এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন মারিশদা এরিয়া কমিটির সম্পাদক কালিপদ সিট, হিমাংশু পন্ডা, ঝাড়েশ্বর বেরা, পিনাকি দাস, গোপাল পড়্যা, কেশব পতি , শ্রীমন্ত জানা প্রমুখ।
Comments