প্রতিনিধি : 'ইয়াস' বিধ্বস্ত সমুদ্র তীরবর্তী চাঁদপুর গ্ৰামের অসহায় মানুষদের শুকনো খাদ্য দিল কাঁথি হাইস্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা।
একই সঙ্গে ১০০ টা পরিবারকে মশারী দেওয়া হয় । প্রধান শিক্ষক অনুপম সাউ, শিক্ষক ব্রত সামন্ত , দিব্যেন্দু শতপথী, শ্যামল মাইতি ও অশোক দাস উপস্থিত থেকে সম্বলহীন মানুষদের হাতে তুলে দেন আলু , ডাল, সরিষার তেল, বিস্কুট, চানাচুর, মুড়ি ইত্যাদি। ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত সমুদ্র তীরবর্তী চাঁদপুর গ্ৰামের বানভাসি মানুষজন এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি ।
এই কঠিন পরিস্থিতিতে মশারী তাদের খুব উপকারে লাগবে । স্কুলের শিক্ষকরা প্রত্যক্ষদশী মৎস্যজীবিদের কাছ থেকে সেদিনের ঝড়ের বিবরন শোনেন। অভিজ্ঞতায় বোঝেন। পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।
コメント