প্রতিনিধি : আই.সি.এস.সি. তে অহনজিতার পর আই.এস.সি. এর রেজাল্টে কন্টাই পাবলিক স্কুলে এবার কর্ষিতার ম্যাজিক । সি. আই এস সি ই বাের্ডের দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয় । দুটি সেমিস্টারের ভিত্তিতে এই রেজাল্ট। এই বিদ্যালয়ের মােট ১২৫ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল । সবাই এই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে।
তাদের মধ্যে কর্ষিতা পন্ডা ৯৯.৫% নম্বর পেয়ে সারা ভারতে সম্ভাব্য দ্বিতীয় স্থানে এবং বিদ্যালয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে । ৯৮% নম্বর পেয়ে বিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে আস্থা ঠাকুর এবং এষা জানা , ৯৭.৫% নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে দীপ্তদীপ সিনহা এবং রিপন কামিলা। বিদ্যালয়ের ১২৫ জন ছাত্রীর মধ্যে ৪১ জন ছাত্রছাত্রী ৯০% ও তার বেশি নম্বর পেয়েছে। এছাড়া ৩৫ জন ছাত্রছাত্রী ৮০% থেকে ৮৯% নম্বরের মধ্যে রয়েছে ।
ছাত্র-ছাত্রীদের অদম্য অধ্যাবসায় ও কোভিডকালে তাদের পরিকল্পনামাফিক পড়াশুনাকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্ৰনাথ দাস বলেছেন এইভাবেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবছরই বিদ্যালয়ের নাম দেশবাসীর সামনে তুলে ধরবে। এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাগণ খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। এছাড়া বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার পরবর্তী স্তরের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই বিদ্যালয়ের সদা সর্বদা পাশে থাকা অভিভাবক অভিভাবিকাগন অবশ্যই এই কৃতিত্বের ভাগীদার বলে স্কুল কর্তৃপক্ষ মনে করেন ।
Comments