প্রতিনিধি : কন্টাই পাবলিক স্কুলে কন্টাই সায়েন্স একাডেমীর অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মাধমে সভার কাজ শুরু হয়। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ সমারেন্দ্রনাথ দাস।
এই সভা পরিচালনা করেন সংস্থার পূর্বতন সভাপতি কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। সভার প্রথম অর্ধে মেঘনাদ সাহার জীবন, কর্ম ও সাধনা বিষয়ে আলোকপাত করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সম্পাদক অধ্যাপক ড. গৌতম গঙ্গোপাধ্যায়।
আজ সংস্থার বার্ষিক বিজ্ঞান পত্রিকা 'বিজ্ঞান বর্ণালী' এর ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়। পরের অর্ধে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অনাথবন্ধু নায়ক। সম্পাদক দিলীপ বেরা সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। কোষাধ্যক্ষ উদয়শঙ্কর জানা আয় ও ব্যয়ের হিসাব দাখিল করেন।
সদস্য শিক্ষক-শিক্ষিকারা প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। আগামী দুই বছরের জন্য নতুন কর্মসমিতি গঠিত হয়। শেষে জাতীয় সংগীত সমবেতভাবে গাওয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। এই সভায় প্রায় ৮০ জন বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকা ও অধ্যাপকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিজ্ঞানশিক্ষার প্রসার, বিজ্ঞানমনস্কতার জাগরণ, শিশুকেন্দ্রিক ফিডব্যাক নির্ভর পাঠদান, স্বল্পমূল্যে বা বিনামূল্যে সংগৃহীত শিক্ষণ উপকরণের সাহায্যে শ্রেণীকক্ষের পরিবেশ প্রাণময় করে তোলা ও শিশুমনকে বিজ্ঞানমুখী করে তোলার লক্ষ্যে কন্টাই সায়েন্স একাডেমীর বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকরা দীর্ঘ আট বছর ধরে কাজ করে চলেছেন।
Comments