top of page

পথশ্রী অভিযানে বাধা পেলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি

প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প, যা গতকাল তিনি জলপাইগুড়ি তে উদ্বোধন করেছিলেন, পথশ্রী অভিযান । ১২০০০ কিমি রাস্তা পুনর্গঠন উপলক্ষে এই প্রকল্প । কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত এর উত্তর কানাইদিঘী সংসদের মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস, জেলা পরিষদ এর সদস্য চন্দ্র শেখর মন্ডল, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান অনুপ পন্ডা ও পঞ্চায়েত সমিতির সহসচিব নিত্যপ্রিয় মাইতি ওই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য যাচ্ছিলেন ।

অনুষ্ঠান স্থলের কাছে কতিপয় দুষ্কৃতী হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি কে অশালীন ভাষায় আক্রমণ করেন ও অনুপ পন্ডা কে অতর্কিতে হামলা চালায় ।সভাপতি তৎক্ষনাৎ সকলকে নিয়ে ফিরে আসেন । ঘটনাটি তিনি তৎক্ষনাৎ জেলা শাসক পার্থ ঘোষ ও মহকুমা পুলিশ অফিসার অভিষেক চক্রবর্তী কে জানান। মহকুমা পুলিশ অফিসারের নির্দেশে মারিশদা থানার ও সি অমিত দেব ঘটনাস্থলে উপস্থিত হন । দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে আধিকারিক ফিরে যান ।

পরে পুলিশের গাড়িতে সভাপতি, জেলা পরিষদ সদস্য, উপপ্রধান, প্রধান গিয়ে আজকের অনুষ্ঠান বাতিল বলে সভাপতি কৃষ্ণা দাস ঘোষণা করেন । আগামী ১০ই অক্টোবর পুনরায় উদ্বোধন অনুষ্ঠান হবে বলে জানান । সভাপতি বলেন, এই ধরনের ঘটনা আশা করা যায় না।তিনি বিষয়টি লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন বলে জানিয়েছেন ।



Comments


bottom of page