top of page

হাতরাস গণধর্ষণের প্রতিবাদে ধিক্কার মিছিল কাঁথি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের

প্রতিনিধি : বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তর প্রদেশের হাতরাস নির্মম গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে , কাঁথি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল হয় ।

এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি মৃন্ময় পন্ডা ,মহিলা সভানেত্রী সুপ্রভা নায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন,যুব নেতা তথা কাঁথি মহকুমা মৎস্যজীবী সহ-সম্পাদক আমিন সোহেল, ব্লক , দলের নেতৃত্ব আনন্দ মিশ্র,অঞ্চল নেতৃত্ব আশেক উদ্দিন, সভা সঞ্চালনা করেন অঞ্চল সভাপতি মলয় সামন্ত ।



Comments


bottom of page