top of page

করোনা নিয়ে গান বেঁধেছে তিতলি ও রায়া

প্রতিনিধি , কোলকাতা : দুই বোন- তিতলি ও রায়া চ্যাটার্জী । মাত্র দূই বছরেই সংগীত জগতে জনপ্রিয় শিল্পী । এদের বিশেষত্ব হল দুজনেই বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন ।

এক কথায় সহযোগী হিসেবে প্রয়োজন হয় না কোনো বাদ্যযন্ত্র শিল্পীর । তৈরি করেছেন ইন্দো-ওয়েস্টার্ণ ব্যান্ড । নাম - গ্রুভস্ । মাত্র তিন জনের দল । দুই শিল্পীকে সহযোগিতা করেন সুদীপ ঘোষ । সুদীপ বাবু কীবোর্ড বাজান । তিতলি চ্যাটার্জী কীটার বাজিয়ে গান করেন। তিনিই সম্ভবত পশ্চিমবাংলায় একমাত্র সংগীত শিল্পী যিনি কীটার বাজান । বোন রায়া স্যামপেল প্যাড বাজানোর সঙ্গে সঙ্গেই গান করেন । শুধু গানে নয় নাচেও সমান দক্ষ রায়া ।

মূলত দুই বোনের উদ্যোগেই তৈরী গ্রুভস্ ব্যান্ড । গ্রুভস্ ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও হল - "ছোটো চোখে স্বপ্নের পাড়ি" । এটা পথশিশুদের নিয়ে তৈরি হয়েছিল। অনলাইন শপিং- মিউজিক ভিডিও বেশ সাড়া ফেলেছিল। ইন্টারনেট এবং মিউজিক মেকার নামক দুটো মিউজিক ভিডিও রিলিজের অপেক্ষায় । তবে সম্প্রতি মহামারী করোনা নিয়ে একটি গান বেশ জনপ্রিয় হয়েছে। করোনা বিষয়ক এই গানটি জি ২৪ ঘন্টা চ্যানেলে ভাইরাল হওয়ায় তিতলি ও রায়ার সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত- কীবোর্ড বাদক সুদীপ বাবু পিয়ানো ও মেলোডিকা বাজান । আর সে কারনেই কলকাতার নামী-দামী শিল্পীদের পাশাপাশি আশা ভোঁসলের গানেও সংগত করেছেন। তিতলি চার বছর বয়সে গানে হাতে খড়ি । ষোলো বছর বয়সে প্রথম প্লেব্যাক । গান করেছেন প্রতিদ্বন্দ্বী , মায়ামৃদঙ্গ ও ভালোবাসার গল্প ছায়াছবিতে ।

দুই বোন ইতিমধ্যে বহু অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন । লকডাউন চলতে থাকায় অনুষ্ঠান বন্ধ তাই কয়েকটি বাংলা টিভি চ্যানেল ও মোবাইলে লাইভ প্রোগ্রাম করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর চেষ্টা করছেন দুই বোন তিতলি ও রায়া চ্যাটার্জী।


120 views

Comments


bottom of page