প্রতিনিধি : সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে আদালত চত্বরে বসলো করোনা ভ্যাকসিন প্রদান ক্যাম্প । কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ও পরিবার কল্যাণ দফতরের সহায়তায় অনুষ্ঠিত এই কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথির পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী , ভাইস চেয়ারম্যান দেবাশীষ পাহাড়ি, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক সুপ্রকাশ গিরি, প্রশাসক সঞ্জয় মিশ্র, পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক , হেলথ কো-অর্ডিনেটর সুস্মিত মিশ্র প্রমূখ ।
শিবিরের উদ্বোধন করে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে অতি সহজে ভ্যাকসিন পৌঁচ্ছে দিতে কাঁথি পৌরসভা ও তার স্বাস্থ্য দফতর একের পর এক উদ্যোগ গ্রহন করে চলেছে । এদিন আদালত বিল্ডিং এর মধ্যে এই পরিষেবা প্রদানের উদ্যোগ প্রশংসার দাবি রাখে । এই ভাবে সকল মানুষের কাছে দ্রুততার সাথে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবার কর্মসূচী বজায় রাখতে পৌরসভার স্বাস্থ্য দফতরকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি ।
কাঁথি পৌরসভার পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক বলেন এই সেন্টারে বিচারক, আইনজীবি ও আদালতের কর্মীরা নিজেরা এবং তাঁদের পরিবারের সদস্যরাও বুস্টার ডোজ নিতে পারবেন। সেই সাথে আদালতে আসা সাধারন মানুষেরাও তাঁদের বুস্টার ডোজ নিতে পারবেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ বেরা, সভাপতি প্রভাংশু সামন্ত , সহ সভাপতি কৃষ্ণেন্দু মাইতি, সহ সম্পাদক সৈকত সাউ, ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত মাইতি প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন আইনজীবী রামকৃষ্ণ পণ্ডা ও অমিত ত্রিপাঠী ।
Comments