top of page

স্বাধীনতা দিবসে উই কেয়ারের কোভিড যোদ্ধা সম্মান প্রদান

প্রতিনিধি : ৭৪ তম স্বাধীনতা দিবসে উইকেয়ার কাঁথি ও এগরার করোনা যোদ্ধাদের কূর্নিশ ও সম্মান প্রদান করে।

উই কেয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে যারা দিন রাত মানুষ কে ভালো রাখার জন্য লড়াই করছেন যেমন আশা কর্মী, স্বাস্থ্য কর্মী, ডাক্তার, প্রশাসন, দমকলকর্মী, সাংবাদিক, পুলিশ, হসপিটাল কর্মী,অ্যাম্বুলেন্স কর্মী প্রত্যেক কোভিড যোদ্ধা কে স্মারক সম্মান তুলে দিয়ে সম্মানিত করা হয়। সবুজায়নের বার্তা কে বহন করে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। উপস্থিত ছিলেন দমকল প্রধান নিমাই ব্যানার্জি, স্বাস্থ্য কর্মী মিঠু সিং, লতা দাস, অপর্না দাস, রুমা দাস, অশ্রু লেখা কর, সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন শুভম সিং, চিন্ময় গিরি, কিংশুক পল্লব জানা, নন্দন বেরা, গৌতম পাত্র প্রমুখ।

সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জি বলেন উই কেয়ার পরিবার থেকে আমাদের সবার রক্ষকদের কুর্নিশ, দিবারাত্রি ওনাদের যে লড়াই তাকে আমরা সম্মান জানাই। উই কেয়ার মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকার চেষ্টা করবে। সহ সভাপতি সুভাষ নন্দ বলেন এই করোনা আবহের কঠিন পরিস্থিতিতে দমকল থেকে স্বাস্থ্য কর্মী, পুলিশ প্রশাসন প্রত্যেকে যে ভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের লড়াই কে শ্রদ্ধা।

উই কেয়ারের কাঁথি শাখার প্রধান সুদীপ গিরি বলে কাঁথি ও এগরা উভয় স্থানের করোনা পরিস্থিতি ভয়াবহ।এই পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের সাথে সাথে সাংবাদিকরাও নিজেদের জীবন বাজি রেখে সংবাদ আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, দমকল বাহিনী প্রতি মুহূর্তে স্যানিটাইজেশনের মাধ্যম আমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তাই আজ এই বিশেষ দিনে ওনাদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। সংস্থার সহ সম্পাদক কৃষ্ণেন্দু রায় বলেন এই কোভিড মহামারী তে অনেকে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি , আগামী দিনে উই কেয়ার পরিবার মানুষের পাশে থাকার চেষ্টা করবে। সকল আমন্ত্রিত অতিথিদের উনি ধন্যবাদ জ্ঞাপন করেন ।


Comments


bottom of page