top of page

কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠে কোভিড টীকাকরণ কর্মসূচি

প্রতিনিধি : কাঁথি - ৩ ব্লকের " শিশু মিত্র " পুরস্কার প্রাপ্ত বিদ্যালয় কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠে শনিবার কোভিড - ১৯ টীকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি - ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ এবং সহ- সভাপতি বিকাশ চন্দ্র বেজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের কিশোর বাহিনী ও সবুজ বাহিনীর সদস্য ছাত্র - ছাত্রীদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। সভাপতি ও সহ সভাপতি বিদ্যালয় চত্বর পরিদর্শন করেন এবং উন্নয়নের নানা দিক নিয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলীর সঙ্গে আলোচনা করেন । বালক ও বালিকাদের আলাদা আলাদা ভাবে দুটি ভিন্ন বিল্ডিংয়ে কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে সুশৃঙ্খলভাবে টিকাকরণের ব্যবস্থায় তারা সন্তোষ প্রকাশ করেন ।


কোভিড বিধি মেনে স্বাস্থ্যকর্মীরা ১৫ থেকে ১৮ বছর বয়সী বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের কোভ্যাকসিন টীকা দেন । নবম ও দশম শ্রেণির প্রায় ৪০০ জন ছাত্র - ছাত্রী খুব উৎসাহের সাথে টীকা গ্রহণ করে ।

প্রধান শিক্ষক দিলীপ বেরা জানান, সোমবারও বিদ্যালয়ে ভ্যাকসিনেশন কর্মসূচি রয়েছে । সেদিন একাদশ ও দ্বাদশ শ্রেণির সাধারণ ও বৃত্তিমূলক বিভাগের ছাত্র - ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে । টীকাকরণ কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান।



Comments


bottom of page