top of page

কৃষক আন্দোলনের নেতা বিশ্বজিৎ সাহু প্রয়াত

প্রতিনিধি : সি.পি.আই.(এম) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য , জেলা কৃষক কাউন্সিল নেতা এগরা ২ ব্লকের ভবানীচক এরিয়া কমিটি সম্পাদক বিশ্বজিৎ সাহু ( টিংকু ) কলকাতার এক বেসরকারি হাসপাতলে মাত্র ৪১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের দক্ষিণ চক গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ১৯৭৯ সালে তার জন্ম। দশম শ্রেণীতে পড়াকালীন বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। মূলত এলাকায় কৃষক আন্দোলনের মধ্য দিয়ে কৃষক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে এসেছেন। বাবা সরকারি চাকরি করতেন ।

এক বোনের বিয়ে হয়ে যায়। বাবা,মার মৃত্যুর পরে ঘর সংসার ছেড়ে ভবানীচক পার্টি অফিসে সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করে আসছেন। ১৯৯৮ সালে পার্টির সদস্য পান। ভবানীচক এরিয়া কমিটি সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৮ সালে জেলা কমিটির সদস্য হন। তাছাড়া তিনি দীর্ঘদিন জেলা কৃষক কাউন্সিলের সদস্য ছিলেন। সামান্য অসুস্থ থাকলেও ১৫ ই আগস্ট রাত্রে হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক এ তিনি আক্রান্ত হন।

তাকে সাথে সাথে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সব রকম চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এগরা এলাকা সহ জেলায় শোকের পরিবেশ তৈরি হয়। তার মৃত্যুতে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র -

এক শোক বার্তায় জানিয়েছেন "এক অপূরণীয় ক্ষতি হলো" ঐ সঙ্গেই কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব ও মিনতি ঘোষ শোক প্রকাশ করেছেন এবং পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস , সুব্রত পন্ডা, সত্য রঞ্জন দাস সহ জেলা সম্পাদক মন্ডলীর ও জেলা কমিটির সদস্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং আজ জেলার সর্বত্র পার্টি অফিস গুলিতে রক্ত পতাকা অর্ধনমিত রেখে শ্রদ্ধা জানানো হবে।


32 views

Comments


bottom of page