প্রতিনিধি : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দেশপ্রাণ এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন - নির্মল জানা পল্লী ও সত্যরঞ্জন দাস মঞ্চ ফরিদপুরে শুরু হলো বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে । উপস্থিত রাজ্য কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মহাদেব মাইতি, আশিষ প্রামাণিক, অমল কুইল্যা, কানাই মুখার্জি, সঞ্জিত দাস, ভবানী বেরা প্রমূখ ।
সম্মেলনের শুরুতে সভাপতি মণ্ডলীতে শক্তি পন্ডা, আশীষ গিরি, শেক ইউসুদ্দিনকে নিয়ে সম্মেলন পরিচালনা করার কাজ শুরু হয়। ১৯৬ জন (৮৬ শতাংশ) প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন । ২২ টি শাখা এলাকা থেকে ২২ জন প্রতিনিধি সম্মেলনে আলোচনা করেন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহাদেব মাইতি। শেষে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। জেলা সম্মেলনের নয় জন প্রতিনিধি নির্বাচিত হন। সম্মেলন থেকে ১৩ জনের মূল কমিটি এবং দুইজন বিশেষ আমন্ত্রিত সদস্য নিয়ে এলাকার তরুণ লড়াকু নেতা তাপস মিশ্র সম্পাদক পদে নির্বাচিত হন। দুদিন প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও বামুনিয়া অঞ্চলের ফরিদপুর এলাকায় এই সম্মেলনকে ঘিরে যথেষ্ট সাড়া পড়ে যায় । সম্মেলন শুরু হওয়ার আগে বর্ণাঢ্য মিছিল এলাকা পরিক্রমা করে। চারিদিকে লাল ফ্লাগ,ফেস্টুনে এলাকা সাজিয়ে তোলা হয়।
এই সম্মেলন স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে এলাকার জনপ্রিয় নেতা কৌশিক রায়, গৌতম প্রধান সহ ফরিদপুর শাখা এলাকার পার্টি কর্মী-সমর্থক, দরদী সাধারণ মানুষের ভূমিকা ছিল অনবদ্য ও প্রশংসিত। প্রতিনিধিরা ছিলেন উচ্ছ্বসিত।
আগামী ১৭,১৮,১৯ জানুয়ারী দীঘাতে জেলা সম্মেলনকে সফল করার ক্ষেত্রে দেশপ্রাণ এরিয়া এলাকায় সমস্ত পরিবারে সম্মেলনের বার্তা পৌঁছে দিতে এবং আগামী দিনে কেন্দ্র -রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান সম্মেলন মঞ্চ থেকে গ্রহণ করা হয় ।
Comments