প্রতিনিধি : খেজুরি নিজকসবা গ্রাম পঞ্চায়েতের আলিপুরে পদযাত্রার উদ্বোধন করেন ক্ষেতমজুর নেতৃত্ব হিমাংশু দাস । পদযাত্রাটি সুন্দরপুর, বটতলা, আদমপুর, গোপিচক, লক্ষণচক, গরানিয়া এই সাতটি বুথের ৯ টি গ্রাম পরিক্রমা করে ।
গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও স্লোগান তুলে নিজকসবা-আলিপুর এলাকার গ্রামগুলোর উপর দিয়ে এই পদযাত্রা পরিক্রমা করে । খুন হওয়া শহীদ সুশীল মন্ডল, সুনীল মন্ডলদের গ্রাম ঘুরে স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রা এলাকার মানুষের নজর কাড়ে ।
রাস্তার দু'ধারে গরিব সাধারণ মানুষ বেরিয়ে এসে পদযাত্রাকে অভিনন্দন জানান । অনেকে এসে নেতৃত্বের হাতে হাত মেলান। নিজকসবা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জুড়ে সবজি বাগানে মহিলা-পুরুষ ক্ষেতমজুর কাজ বন্ধ করে পদযাত্রাকে হাত নেড়ে সমর্থন জানায়। নেতৃত্বে হিমাংশু দাস, রত্নেশ্বর দোলুই, স্বদেশ মাইতি, প্রদীপ মণ্ডল, শেখ মহরম, বিদ্যানিধি মন্ডল, জাকির হোসেন মল্লিক, শেখ আরাফত, বিকাশ মান্না, সৈকত জানা, বাপি প্রামানিক, মদন দত্ত, প্রণবেশ মাইতি, লালমোহন দাস প্রমুখ নেতৃত্বগন।
Comments